Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইগাতী, শেরপুর। ক্রঃ নং কার্যক্রম সেবার ধরন সেবা গ্রহন কারী ব্যাক্তি/ প্রতিষ্ঠান সেবার স্থান ০১ বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যত্রম বিভিন্ন আয় বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ন কর্মস্থানের ব্যবস্থা করা। দুস্থ দরিদ্র নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০২ ভিজিডি কার্যক্রম ভিজিডি কার্ডধারী মহিলাদের দুই বছর মেয়াদী খাদ্য ও আর্থিক সুবিধা দেয়া হয়। আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা। দরিদ্র পীড়িত ও দুস্থ গ্রামীন নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৩ দরিদ্র মার জন্য মার্তৃত্বকালীন ভাতা কার্যক্রম দরিদ্র মার জন্য মার্তৃত্বকালীন ভাতা কার্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র, গর্ভবতী মায়েরদের জন্য মাসিক800/- টাকা হারে দুই বৎসর মেয়াদী মার্তৃত্ব কালীন ভাতা প্রদান করা হয়। পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৪ মহিলাদের আত্ব কর্মসংন্থান এর জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামীন মহিলাদের আত্নকর্মসংস্থানরে জন্য পল্লী অঞ্চলের মহিলাদের কে 5,000/- থেকে 15,000/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। কর্মক্ষম প্রশিক্ষনপ্রাপ্ত দরিদ্র নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৫ নারী ও শিশু ‍নির্যতিন ও পাচার প্রতিরোধ মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে জেলা ও উপজেলা পর্যয়ে গঠিত কমিটির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ স্বাবলীয় ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহন করা। নির্যাতিত নারী ও শিশু জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৬ স্বেচ্ছাধীন মহিলা সমিতির নিবন্ধন উন্নয়ন কর্মসুছীকে বিস্তৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারন করার লক্ষে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমুহের নিবন্ধন করা হয়। সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়।