Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইগাতী, শেরপুর। ক্রঃ নং কার্যক্রম সেবার ধরন সেবা গ্রহন কারী ব্যাক্তি/ প্রতিষ্ঠান সেবার স্থান ০১। বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যত্রম বিভিন্ন আয় বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ন কর্মস্থানের ব্যবস্থা করা। দুস্থ দরিদ্র নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০২। ভিজিডি কার্যক্রম ভিজিডি কার্ডধারী মহিলাদের দুই বছর মেয়াদী খাদ্য ও আর্থিক সুবিধা দেয়া হয়। আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা। দরিদ্র পীড়িত ও দুস্থ গ্রামীণ নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৩। দরিদ্র মার জন্য মার্তৃত্বকালীন ভাতা কার্যক্রম দরিদ্র মার জন্য মার্তৃত্বকালীন ভাতা কার্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র, গর্ভবতী মায়েরদের জন্য মাসিক 800/- টাকা হারে দুই বৎসর মেয়াদী মার্তৃত্ব কালীন ভাতা প্রদান করা হয়। পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৪। মহিলাদের আত্ব কর্মসংন্থান এর জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামীন মহিলাদের আত্নকর্মসংস্থানরে জন্য পল্লী অঞ্চলের মহিলাদের কে 25,000/- থেকে 75,000/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। কর্মক্ষম প্রশিক্ষনপ্রাপ্ত দরিদ্র নারী জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৫। নারী ও শিশু ‍নির্যাতন ও পাচার প্রতিরোধ মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে জেলা ও উপজেলা পর্যয়ে গঠিত কমিটির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ স্বাবলীয় ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা। নির্যাতিত নারী ও শিশু জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। ০৬। স্বেচ্ছাধীন মহিলা সমিতির নিবন্ধন উন্নয়ন কর্মসূচীকে বিস্তৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমুহের নিবন্ধন করা হয়। সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।